
ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভেড়ামারায় গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়। এতে গুরুতর জখম হয়েছেন আরও দুই জন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে ভেড়ামারা গোডাউন মোড় এলাকায় এই হামলার শিকার হন সঞ্জয় প্রমাণিক ও তার সঙ্গীরা।
এদিকে হামলার প্রতিবাদে সকালে ভেড়ামারা বাসষ্ট্যান্ড আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবিতে বিক্ষোভ সভা ও মিছিল করে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক লীগ কর্মী বেলাল হোসেন জানান, রাতে বাড়ী ফেরার পথে আগে থেকে ওৎ পেতা থাকা যুবজোট নেতা শোভনের নেতৃত্বে ৪০/৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায়। গুলিবিদ্ধ গুরুতর জখমী অবস্থায় সঞ্জয় প্রমানিক সহ ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের কুষ্টিয়া সদরে রেফার্ড করেন। ৩ জনই সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ প্রাপ্তির ভিক্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। ঘটনার পর যুবজোট নেতা মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অপরাধীদের ধরতে ঘটনার পর থেকেই পুলিশ অভিযান শুরু করেছে।