
ভেরামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে আটক ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাতবাড়ীয়া মন্ডল পাড়ায় ৪ জন ও বিভিন্ন জায়গায় ২ জনসহ ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এ অভিযান পরিচালনা করেন।আটককৃতরা হলেন, মজনু খাঁ (৪৮), সোহেল রানা (৩৫), মোস্তফা (৪৮), সিরাজ মন্ডল (৪৭), শান্ত হোসাইন (২৫), ফয়সাল শেখ (২৫)। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।