Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাওনা হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশী মদসহ যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাওনা হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশী মদসহ যুবক আটক

March 10, 2023 01:12:08 AM   দেশজুড়ে ডেস্ক
মাওনা হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশী মদসহ যুবক আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের অভিযানে  বিদেশী মদসহ শাকিল (২৪) নামে এক যুবক আটক। গ্রেফতারকৃত শাকিল শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩) বেলা ২টায় হাইওয়ে থানায় সাংবাদিকের এ তথ্য জানায় মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস।

তিনি বলেন, বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যুবক বিদেশি মদ নিয়ে মাওনার বিভিন্ন এলাকা সরবরাহ করবে। এ তথ্যের ভিত্তিতে বহস্পতিবার সকাল ১১ টায় মাওনা চৌরাস্তার পুড়ানো থানায় সামনে চেকপোস্ট পরিচালনা করি। এতে বিশেষ কায়দায় দুইটি  ক্যারেটে পলিথিনে মোড়ানো মুভমেন্ট ৫ বোতল ও ইন্ডিয়ার বোটকা মদ ১৫ বোতলসহ শাকিল হোসেন নামের মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি কংকন কুমার বিশ্বাস।