
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে শিবালয় উপজেলার উথুলী সংযোগ মোড়ে অভিযান পরিচালনা করে ভূয়া ডিবি পুলিশ আটক করেছে শিবালয় থানা পুলিশ। সোমবার ২০ মার্চ বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির সূত্রে এই তথ্য জানা যায়। আটককৃত ব্যক্তি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঝিকিড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শিবালয় থানার উপ-পরিদর্শক খন্দকার আমিনুল ইসলাম জেলার গোয়েন্দা শাখার অফিসার ফোর্সদের সহায়তায় শিবালয় থানা উথুলী সংযোগ মোড় এলাকায় চেক পোষ্টের মাধ্যমে তাকে আটক করে। তার শরীর তল্লাশি করে একটি ওয়ারলেস সেট, ডিবি জ্যাকেট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।
শিবালয় থানার ওসি শাহে নূর এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উথুলী সংযোগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষ জনক উত্তর দিতে না পারায় তাকে আদালতের সোপর্দ করা হয়।