Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিক কমিশনার হত্যার প্রধান আসামী কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিক কমিশনার হত্যার প্রধান আসামী কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

March 20, 2023 06:14:34 PM   দেশজুড়ে ডেস্ক
মানিক কমিশনার হত্যার প্রধান আসামী কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

নরসিংদী সংবাদদাতা:
মানিক কমিশনার হত্যার প্রধান আসামী কামরুলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসাী। সোমবার নরসিংদী পৌরসভার জনপ্রিয় কাউন্সিল মানিক কমিশনারকে হত্যা করা হয়।  এই মামলায় কামরুল হাজিরা দিতে আসলে মানিক কমিশনারের পরিবার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের একটি অংশ নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানিক কমিশনারের পরিবার, ভাই হরিন, আমো, জেলা শ্রমিক লীগের সভাপতি  রিপন সরকার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামান, নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিলউদ্দিন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, অলিউর রহমান আজিম, দীপক সাহা, আওয়ামী লীগ নেতা এসএম কাইয়ুম, যুব লীগের সভাপতি  দিদারুল ইসলাম ভূইয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ কারীরা কামরুলের কুশপুত্তলিকা দাহ করে,জারুমিছিল করে এবং জামিন বাতিল করে কামরুলের ফাঁসি চাই এই শ্লোগান দিতে থাকে।