Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের মানববন্ধন

May 05, 2025 08:15:15 PM   অনলাইন ডেস্ক
শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় শিবিরের মানববন্ধন

গাইবান্ধা সদর প্রতিনিধি:
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে ছাত্রশিবির। সোমবার গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, সেক্রেটারি শাওন হাসান, সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, সদর উপজেলা শাখার সভাপতি সৈয়দ আজহার, সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ এবং সম্পাদক মো. তারিকুল ইসলাম।

মানববন্ধনটি সঞ্চালনা করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা’ নির্মমভাবে হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।