Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শিবপুরের সাব রেজিস্টারকে ওএসডি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিবপুরের সাব রেজিস্টারকে ওএসডি

October 06, 2023 08:04:56 PM   উপজেলা প্রতিনিধি
শিবপুরের সাব রেজিস্টারকে ওএসডি

শিবপুর প্রতিনিধি, নরসিংদী:
নানা অনিয়ম ও ঘুষ-বাণিজ্যের অভিযোগে শিবপুরের সাব রেজিস্টার মো. মিজহারুল ইসলামকে সাময়িক বহিষ্কার (ওএসডি) করা হয়েছে। তার বিরুদ্ধে হয়েছে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ৪১ দিন অননুমোদিতভাবে অফিসে উপস্থিত না থাকা। দলিল প্রতি ২৫০০ থেকে ৩৫০০ টাকা অতিরিক্ত অর্থ আদায় করতেন ওই সাব রেজিস্টার। তাছাড়া বড় দলিল হলে মোটা অংকের ঘুষ দাবি করতেন তিনি। তার মন মত ঘুষ না দিলে অফিসের সহকারি দিয়ে দলিল আটকে রাখতেন। দলিল লেখকদের বাধ্য করতেন তার মন মতো ঘুষ দেওয়ার জন্য। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতো। তার মন মতো নিয়ম দিয়ে চালাতেন অফিস। তার ব্যতিক্রম ঘটলেই মানুষের সাথে করতেন দুর্ব্যবহার। তার বিরুদ্ধে এসব অভিযোগের সঠিক তদন্তের জন্য তাকে তার দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।