Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শামা ওবায়েদকে নিয়ে মন্তব্য: সালথায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শামা ওবায়েদকে নিয়ে মন্তব্য: সালথায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিক্ষোভ

December 18, 2024 08:14:03 PM   উপজেলা প্রতিনিধি
শামা ওবায়েদকে নিয়ে মন্তব্য: সালথায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিক্ষোভ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম (রিংকু) কে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, বিএনপি নেতা হাজী রাশেদ মাতুব্বর, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান লিটন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, সালথা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম, যুবদল নেতা আবুল খায়ের, বালাম হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, ইয়াসিন বিশ্বাসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, "আমাদের প্রিয় নেত্রী শামা ওবায়েদকে হেয় প্রতিপন্ন করতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরণের মিথ্যা গুজব ছড়াচ্ছেন। ফরিদপুর-২ আসনের জনগণ এসব গুজব মেনে নেবে না।" তারা সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।