Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া বোতাম তৈরির কারখানার ধ্বংসস্তূপ থেকে ৩ লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া বোতাম তৈরির কারখানার ধ্বংসস্তূপ থেকে ৩ লাশ উদ্ধার

December 23, 2024 06:32:42 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে আগুনে পুড়ে যাওয়া বোতাম তৈরির কারখানার ধ্বংসস্তূপ থেকে ৩ লাশ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পুড়ে যাওয়া মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেড নামের বোতাম তৈরির কারখানার ধ্বংসস্তূপ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই রঙমিস্ত্রি ছিলেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

নিহতদের পরিচয় হলো লালমনিরহাটের তালকহারাটি গ্রামের মোহাম্মদ বাবলুর ছেলে  মো. মজমুল হক (২১), দিনাজপুর জেলার হাকিমপুর থানার লোহাচড়া গ্রামের মৃত আব্দুর রউফ সরকারের ছেলে  মো. সোহাগ সরকার (৩২) এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানার মহরতপুর গ্রামের রফিক মাতুব্বরের ছেলে শাওন (২২)।

কারখানার উৎপাদক ব্যবস্থাপক মো. আব্দুর রহমান জানান, মৃত তিনজনই রঙমিস্ত্রি ছিলেন। রবিবার মধ্যাহ্ন বিরতির সময় কারখানার সব শ্রমিক বাইরে ছিলেন, কেবল রঙমিস্ত্রিরা কর্মরত ছিলেন। এ সময় হঠাৎ কারখানার ওয়েস্টেজ কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের ওয়েস্টেজ গুদামে ছড়িয়ে পড়লে রঙমিস্ত্রিরা দগ্ধ হন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, রবিবার কারখানার ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর সোমবার সকালে আরও দুইজনের দগ্ধ মরদেহ পাওয়া গেছে। এ অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।