Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামে আগুন, নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামে আগুন, নিহত ১

December 22, 2024 07:16:26 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে বোতাম তৈরির কারখানার কেমিক্যাল গুদামে আগুন, নিহত ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি মোল্লাপাড়া এলাকায় মেঘনা গ্রুপের "এম অ্যান্ড ইউ ট্রিমস লি." কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে—রাকিবুল হাসান রাব্বি (২২) এবং খোকন মিয়া (৪৫)। বাকি দু'জনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আমরা একজনের লাশ উদ্ধার করেছি এবং ৪ জন আহত হয়েছেন।

কারখানার ফায়ার অ্যান্ড সেফটি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নির্ধারণ করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একজন শ্রমিক মারা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। একজন শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।