
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নয়নপুর ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নকল, ভেজাল,আন রেজিষ্টার্ড ও সরকারি ঔষধ বিক্রয় প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইফতারের পূর্ব মূহুর্তে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নয়নপুর ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: আরিফ হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষুধ প্রশাসন অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক আহসান হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক ও মাওনা চৌরাস্তা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ড্রাগ লাইসেন্সবিহীনভাবে কোনো ফার্মেসিকে আমরা চলতে দেব না। শুধু তাই নয়, সেখানে ফার্মাসিস্টও থাকতে হবে। ফার্মেসিতে ক্যাটাগরি বি অথবা ক্যাটাগরি সি, যেকোনো এক ধরনের ফার্মাসিস্ট থাকতে হবে। অপরাধ ছোট কিংবা বড় হোক, কেউ ছাড় পাবে না। যারা এখনো ড্রাগ লাইসেন্স করেনি তাদেরকে ড্রাগ লাইসেন্স দ্রুত করতে বলেন তিনি।
ইফতার মাহফিলে দোকান মালিক, কোম্পানীর প্রতিনিধি, দোকানের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীবৃন্দ সহ সমিতির সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত এসময় উপস্থিত ছিলেন।