শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শরীয়তপুর পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শরীয়তপুরের সভানেত্রী কামরুন নাহার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম)। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার শরীফ-উজ-জামান এবং মো. আদিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, "অসহায় এসব মানুষদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা চেয়েছি এই মানুষগুলোও আমাদের মতো একটু উষ্ণতা উপভোগ করুক। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
সভাপতির বক্তব্যে কামরুন নাহার পপি বলেন, "সবসময় অসহায় মানুষের জন্য কাজ করি। ভবিষ্যতেও পুনাকের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে অসংখ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা তাদের জীবনযাত্রায় সাময়িক স্বস্তি এনে দিয়েছে।