Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র -...

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

July 09, 2024 05:33:26 PM   জেলা প্রতিনিধি
শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

আশিকুর রহমান:
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে, চলমান অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায়, দুর্নীতিবাজ ও তাদের প্রত্যক্ষ মদদপুষ্ট কতিপয় বিপথগামী শিক্ষার্থী দ্বারা কলেজ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) কলেজ ক্যান্টিনে এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, দুর্নীতির কারণেরই এখন পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ছাত্রাবাস গড়ে উঠেনি।

তারা জানান, আরো আগেই কাম্পাসের হোস্টেলে তাদরে অবস্থান করার কথা থাকলেও, এখন তারা ভাড়াকৃত হোস্টেল থাকছেন। এ মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে, তাদেরকে হুমকি-ধমকির সম্মুখীন হতে হয়। ক্যাম্পাসের তৈরি বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেছেন। পরবর্তীতে এসব যন্ত্রপাতি যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও শিক্ষার্থীরা অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলন শেষে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন।