Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত

December 26, 2024 11:30:37 AM   অনলাইন ডেস্ক
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সোহানুজ্জামান নয়ন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহানুজ্জামান নয়ন পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নয়ন তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন এবং দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। নয়নের পরিবারের সদস্যরা মরদেহ বুঝে নিতে রওনা দিয়েছেন।

এ ঘটনায় আরও এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তার পায়ে আঘাত লেগেছে, তবে তার অবস্থা গুরুতর নয়।

এদিকে, ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।

ফায়ার সার্ভিসের সদস্যদের এই আত্মত্যাগ স্মরণ করে শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সচিবালয়ের আগুনের ঘটনা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।