Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সোনারগাঁওয়ে যুবলীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোনারগাঁওয়ে যুবলীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

March 10, 2023 11:46:46 PM   দেশজুড়ে ডেস্ক
সোনারগাঁওয়ে যুবলীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আল মামুন দেওয়ানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ আব্দুল জব্বারসহ কয়েকজন। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবলীগ নেতাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতার বড় ভাই মো. ইমরান দেওয়ান বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের আব্দুল মতিন দেওয়ানের ছেলে যুবলীগ নেতা আল মামুন দেওয়ানের সঙ্গে একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল জব্বারের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জের ধরে দ্বন্ধ চলে আসছে। এ দ্বন্দের জের ধরে গত বুধবার সন্ধ্যায় কোবাগা এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল জব্বারের নেতৃত্বে ৪-৫জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এসময় আল মামুন দেওয়ানকে হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা চালায়। আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় যুবলীগ নেতার বড় ভাই মো. ইমরান দেওয়ান বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ওপর মামুন প্রথমে হামলা করে। এক পর্যায়ে তার হাতের লাঠি দিয়ে আমাকে আঘাত করলে অন্য একটি খুটিতে লেগে সেটা তার মাথায় লেগে মাথা ফেঁটে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।