Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, নেতাদের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণ...

সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, নেতাদের সংবাদ সম্মেলন

May 02, 2025 08:14:12 PM   অনলাইন ডেস্ক
সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, নেতাদের সংবাদ সম্মেলন

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১ মে) উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ জানান, আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম নামের একজন ব্যক্তি গত ৩০ এপ্রিল ভোলা সদরে এক সংবাদ সম্মেলন করে দাবি করেন, হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপির কর্মীরা তার নিজ বাড়ি যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার সমর্থকদের মারধর করে এবং ৫-৬টি মোটরসাইকেল ভাঙচুর করে।

তবে বিএনপি নেতাদের দাবি, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। তারা বলেন, জাহাঙ্গীর আলম সেই দিন বোরহানউদ্দিন উপজেলায় প্রবেশই করেননি, এমনকি তার সমর্থকদের উপস্থিতিও ছিল না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের রাস্তায় এনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগও মিথ্যা। এসব বিষয় তদন্ত করলেই সত্য উদঘাটন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম, যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী, শহিদুল আলম নাসিম কাজী প্রমুখ।