Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / স্বামী নির্যাতন থেকে বাঁচতে রোমানার আকুতি: বিচারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বামী নির্যাতন থেকে বাঁচতে রোমানার আকুতি: বিচারের দাবি

January 06, 2025 09:14:15 PM   অনলাইন ডেস্ক
স্বামী নির্যাতন থেকে বাঁচতে রোমানার আকুতি: বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা খিলক্ষেত মধ্যপাড়ার বাসিন্দা আব্দুল গনির কন্যা রোমানা আক্তার স্বামী এনামুল করিম তালুকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি জানান, মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে মামলা করেও প্রতিকার পাননি।জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি টাংগাইল জেলার আকুরঠাকুর পাড়া নিবাসী মৃত সিরাজুল হকের পুত্র এনামুল করিম তালুকদারের সাথে রোমানার মুসলিম শরিয়া মোতাবেক রেজিস্ট্রি বিয়ে হয়। এটি ছিল রোমানার দ্বিতীয় এবং এনামুলের তৃতীয় বিয়ে।

রোমানা অভিযোগ করেন, বিয়ের এক সপ্তাহের মধ্যে তার স্বামী এনামুলের মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিষয়ে তিনি অবগত হন। এনামুল আগেও তিনটি বিয়ে করেছেন বলে রোমানা জানতে পারেন। স্বামীকে মাদক ও নেশার পথ থেকে ফেরাতে রোমানা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে প্রচেষ্টা চালান, তবে এতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। শারীরিক নির্যাতনের কারণে তার গর্ভের সন্তানও নষ্ট হয়ে যায়। সংসার ও দাম্পত্য জীবনের সুখ-শান্তি রক্ষার জন্য রোমানা তার পিতা-মাতা ও নিজস্ব সঞ্চয় থেকে অর্থ যোগান দেন, কিন্তু এনামুল তার উপর শারীরিক চাপ সৃষ্টি করে এবং বসবাসের জন্য ভাড়া ও সংসার খরচ চাপিয়ে দেয়।

“এনামুল করিম রোমানাকে যৌতুকের টাকার জন্য নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। রোমানা টংগী পূর্ব থানায় মামলা করতে যান, কিন্তু থানায় অভিযোগ গ্রহণ না হওয়ায় তিনি গাজীপুর জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি, আর, মামলা নং- ৬৩০/২০২০ দায়ের করেন। আদালত তাকে জামিন দেন, তবে এনামুল করিম মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়ে যান। এরপর এনামুলের আত্মীয়-স্বজন ও সন্ত্রাসীরা রোমানাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে এবং তার বাড়িতে হামলা করে টাকা-পয়সা লুটে নেয় “

রোমানা অভিযোগ করেন, টংগী পূর্ব থানাকে অবহিত করার পরেও মামলা গ্রহণ না করা হয়। তিনি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইজিপির কাছে বিষয়টি জানান, কিন্তু গাজীপুরের পুলিশ কমিশনার লুৎফুল কবির তার সাথে দেখা করেননি এবং তাকে উপেক্ষা করেছেন। রোমানা আরও জানান, আসামি এনামুল করিম বলেছেন, ‘গাজীপুরের ডিসি কমিশনার তার হাতে,’ ফলে পুলিশ তাকে নানাভাবে হয়রানি করছে। তিনি একাধিক উপদেষ্টা দপ্তরে ইমেইল করেছেন এবং সচিবালয়ে গিয়ে বিভিন্ন উপদেষ্টা থেকে মৌখিকভাবে অভিযোগ জানান।

রোমানার প্রশ্ন, দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ তার আর্তনাদে কেন সাড়া দিচ্ছে না? তিনি দাবি করেন, কোনো এক অশুভ চক্রান্তের কারণে তার আর্তনাদ শুনছে না এবং বিচারের বাণী নিভে গেছে। তিনি দেশের শীর্ষ নেতার কাছে সুবিচার দাবি করেন, যাতে অপরাধীরা শাস্তি পায়। অন্যথায়, চার বছর ধরে নির্যাতিত রোমানা আত্মহননের পথ বেছে নেওয়ার হুমকি দেন।

এ ব্যাপারে অভিযুক্ত এনামুল করিমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।