Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন

May 03, 2025 07:42:24 PM   অনলাইন ডেস্ক
স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন

পিরোজপুরের স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় স্বরূপকাঠির ঐতিহ্যবাহী ইন্দেরহাট বন্দরে ক্লাবের এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ফজলুল হক। সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি এম ইসলাম জাহিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন নেছারাবাদ থানার এসআই প্রকাশ, সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, গোলাম রব্বানী ও ডা. আমিন মোল্লা।

অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা স্বচ্ছ সাংবাদিকতা, তথ্যের নির্ভুলতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী এই আয়োজনের মাধ্যমে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।