Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সরকারী ওএমএসের ৩০ টাকা কেজির ১১ বস্তা চোরাই চাল জব্দ, ডিলার পলাতক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারী ওএমএসের ৩০ টাকা কেজির ১১ বস্তা চোরাই চাল জব্দ, ডিলার পলাতক

March 31, 2023 02:37:22 AM   দেশজুড়ে ডেস্ক
সরকারী ওএমএসের ৩০ টাকা কেজির ১১ বস্তা চোরাই চাল জব্দ, ডিলার পলাতক

শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে, ওএমএসের ৩০ টাকা কেজি সরকারি চালের ডিলার কর্তৃক দেড় টন চাল চুরি করে বিক্রির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে চালের বস্তার লেবেল পাল্টে মোট ১১ বস্তা চাল পাচার কালে যেখানে, প্রতি বস্তায় রয়েছে ৬০/৭০ কেজি চাল। চোরাইমাল অটোরিকশা যুগে গোসিংগা বাজার থেকে কাপাসিয়া রাস্তার আজিজুল মোড়লের ঘাটের সামনে হাতেনাতে আটক করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াড মেম্বার রফিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওএমএস ৩০ টাকা কেজি চালের ডিলার শরিফ উদ্দিন এবং তার সহকারী ডিলার হিরন শেখের মাধ্যমে অটোরিকশা দিয়ে চোরাইকৃত চাল পাচারের সময় হাতেনাতে আটক করি। এসময় হিরন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আমি নিজ হেফাজতে গোসিংগা ইউনিয়ন পরিষদের চৌকিদারের মাধ্যমে পরিষদ ভবনে মজুত রাখি। চাল চুরির খবরে এরই মধ্যে একাদিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন।

৩০ টাকা কেজি চুরাই চাল জব্দের এবং এই ঘটনার সাথে জরিত ডিলার শরিফ উদ্দিনের চাল চুরির বিষয়ে গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন সাংবাদিকদের জানান, চাল চুরির ঘটনার খবর শুনেছি এবং চোরাইকৃত চালের মোট ১১ বস্তা চাল আটক রাখা আছে পরিষদে। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে জানিয়েছি। একই সাথে খাদ্য অফিসারকেও অবগত করা হয়েছে। শরিফ উদ্দিনের সহকারী হিরন শেখ সাংবাদিকদের সংবাদের তথ্য সংগ্রহ কালে কথা বলতে চাইলে একপর্যায়ে বাকবিতণ্ডায় জরিয়ে পরে অস্বীকার করে অনৈতিক লেনদেনের বিষয়ে।

এদিকে চাল চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য ওএমএসের ডিলার শরিফ উদ্দিনকে একাধিকবার মোবাইলে কল করলে পাওয়া যায়নি।

এই বিষয়ে শ্রীপুর উপজেলা খাদ্য অফিসার রাহাতুল ইসলাম জানান, ডিলার শরিফের বিরুদ্ধে এর আগেও চাল চুরির খবর শুনেছি, ঘটনার সত্যতা নিশ্চিত হলে তাকে ডিলারশিপ থেকে বাদ দেয়া হবে।

স্থানীয়দের দাবি, অসহায় গরিব হতদরিদ্র মানুষকে ঠকিয়ে এইসমস্ত ডিলার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গরিবের হক মেরে নিজেদের পকেট ভারি করছে। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও প্রসাশনে কাছে চোরের উপযুক্ত বিচারের দাবি জানাই। যাতে এই ধরনের চাল চুরির ঘটনা আর কোথাও না ঘটে।