Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা

March 09, 2023 01:56:49 AM   দেশজুড়ে ডেস্ক
সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপ‌জেলায় যথা‌যোগ‌্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পা‌লিত হ‌য়ে‌ছে। দিবস‌টি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দিবস‌টির এবা‌রের প্রতিপাদ‌্য বিষয় ছি‌লো `ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হো‌সেন শাহি‌নের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, নবকাম পল্লী ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আ‌লোচনা সভা‌টি সঞ্চালনা ক‌রেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

আলোচনা সভায় দে‌শ ও সমা‌জের উন্নয়‌নে নার‌ী‌দের অবদান নি‌য়ে আ‌লোচনা করা হয় পাশাপা‌শি নারীর অধিকার, নারী-পুরুষের সমতা, নরীদের ক্ষমতায়ন ও নারীর দক্ষতা উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়। আ‌লোচনা সভা শেষে বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইনার কো‌র্সে প্রশিক্ষণ‌ প্রাপ্ত মোট ৫০ জন প্রশিক্ষণার্থীকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।