Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় গাঁজাসহ ফল ব‌্যবসায়ী আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় গাঁজাসহ ফল ব‌্যবসায়ী আটক

April 02, 2023 01:40:15 AM   দেশজুড়ে ডেস্ক
সালথায় গাঁজাসহ ফল ব‌্যবসায়ী আটক

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা গাঁজাসহ এক ফল ব‌্যবসায়ী‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ফল ব‌্যবসায়ীর নাম শ‌হিদুল মাতুব্বর (৪৫)। সে উপ‌জেলার আটঘর ইউ‌নিয়‌নের নকুলহা‌টি গ্রা‌মের মৃত নইমু‌দ্দিন মাতুব্ব‌রের পুত্র। শুক্রবার বিকা‌লে উপ‌জেলার  নকুল হা‌টি বাজার থে‌কে তাকে আটক করা হয়।

সালথা থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (সা‌র্কেল নগরকান্দা) আছাদুজ্জামান শা‌কিল ও সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শেখ সা‌দি‌কের নেতৃ‌ত্বে পু‌লি‌শে এক‌টি টিম উপ‌জেলার নকুলহা‌টি বাজার থে‌কে ফল ব‌্যবসায়ী শ‌হিদুল মাতুব্বর‌কে আটক ক‌রে। এসময় তার কা‌ছে থাকা ১০০ গ্রা‌ম গাঁজা উদ্ধার ক‌রে পু‌লিশ। আটককৃত শ‌হিদুল কে শ‌নিবার ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌দে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (সা‌র্কেল নগরকান্দা) আছাদুজ্জামান শা‌কিল ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মাদক ব‌্যবসায়ী শ‌হিদুল মাতুব্বর কে গাঁজাসহ আটক করে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা‌ হয়ে‌ছে। সব রকম মাদ‌কের বিরু‌দ্ধে পু‌লি‌শের অ‌ভিযান অব‌্যহত থাক‌বে।