Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হোসেনপুরে হেযবুত তওহীদের উদ্যোগে উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কর্মী সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

হোসেনপুরে হেযবুত তওহীদের উদ্যোগে উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কর্মী সম্মেলন

January 04, 2025 03:12:21 PM   উপজেলা প্রতিনিধি
হোসেনপুরে হেযবুত তওহীদের উদ্যোগে উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কর্মী সম্মেলন

কিশোরগঞ্জের হোসেনপুরে হেযবুত তওহীদের উদ্যোগে উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি ২০২৫, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে উগ্রবাদ, ধর্মব্যবসা, ধর্মান্ধতা, হুজুগ ও গুজবের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

হোসেনপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক মেঃ রহমতউল্লাহ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি সোহানুর রহমান হিমসেল এবং কটিয়াদী উপজেলার সভাপতি এ বি এম রায়হান সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

IMG-20250104-WA0005
 

মূখ্য আলোচক মেঃ রহমতউল্লাহ রানা তার বক্তব্যে বলেন, "বর্তমানে ইসলাম শুধু পরকালীন মুক্তির জন্য সীমাবদ্ধ একটি ধর্মীয় অনুশীলনে পরিণত হয়েছে। অথচ প্রকৃত ইসলাম একসময় আরবদের জীবনমানের চূড়ান্ত উন্নতি ঘটিয়েছিল। কৃষি, শিল্প, ব্যবসা, শিক্ষা ও সামরিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছিল। সেই ইসলামই আজ হারিয়ে গেছে বিকৃত চর্চার কারণে।"

তিনি আরও বলেন, "হেযবুত তওহীদ প্রকৃত ইসলামের এই বার্তাটিই মানবজাতির সামনে তুলে ধরছে। ইসলাম শুধু আধ্যাত্মিক নয়; এটি দুনিয়াবী ও পরকালীন সঙ্কটের সমাধান দেয়। এটি জঙ্গিবাদ, ধর্মব্যবসা ও বিভেদের বিপরীতে একটি প্রগতিশীল, যুক্তিসঙ্গত এবং ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। হেযবুত তওহীদ জাতির সংকট সমাধানে ঐক্যবদ্ধতার আহ্বান জানাচ্ছে এবং একটি উন্নত ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাবনা দিচ্ছে।"

এই সম্মেলনে সত্যের আহ্বানে সাড়া দিয়ে ১৫ জন নতুন সদস্য হেযবুত তওহীদের সঙ্গে যুক্ত হন।

স্থানীয় পর্যায়ে এই কর্মসূচি ধর্মান্ধতা ও উগ্রবাদের বিরুদ্ধে ইতিবাচক সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।