Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলেট গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলেট গ্রেফতার

March 10, 2023 07:53:39 PM   দেশজুড়ে ডেস্ক
১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বুলেট গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর থানাধধীন মদনপুর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত লুৎফর রহমান বুলেট টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার কাফিলাপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে এ অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা এবং ধামগড় ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪) থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।