Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ১৪ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত ইউসুফকে আদালতে সোপর্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৪ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত ইউসুফকে আদালতে সোপর্দ

April 07, 2023 04:01:52 AM   দেশজুড়ে ডেস্ক
১৪ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত ইউসুফকে আদালতে সোপর্দ

সোনাইমুড়ী সংবাদদাতা:
২০০৯ সালে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায় হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক থাকার পর বুধবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করে সোনাইমুড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইউসুফ সোনাইমুড়ী থানাধীন বারাহিনগর গ্রামের রফিকউল্লাহ ছেলে।

থানা সূত্রে জানা যায়, জিআর ১১৩৩/০৯, দায়রা-৯৬/১১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে অতিরিক্ত ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মো: ইউসুফ দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধরে আত্নগোপনে ছিলো। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করতে বিভিন্ন ফোর্স, গোয়েন্দা সংস্থা ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে সোনাইমুড়ী থানা পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।