
জামাল কাড়াল, বরিশাল:
বরিশাল নগরীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে লাইসেন্স বিহীন কয়েক হাজার অবৈধ হলুদ আটোরিকশা, সিএনজি, মাহিন্দ্রা চলাচল করছে। এ কারণে বাড়ছে যানজটের অস্তিরতাসহ সড়ক দুর্ঘটনা। নগরীর মূল পয়েন্ট যেমন, নগরী নথুল্লাবাদ মোড়, চৌমাথা মোড়, লঞ্চঘাট মোড়সহ, রুপাতলী গোলচক্করে এতটাই যানজটের সৃষ্টি হচ্ছে যে, যেন সাধারন মানুষের চলাফেরার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার এপার থেকে ওপার যেতে হয়। ট্রাফিক পুলিশকেও মানছে না এই বেপরোয়া হলুদ অটোচালকরা।
এদিকে অভিযোগ উঠেছে, বেপরোয়া অসাধু হলুদ আটোচালকরা যাত্রীদের জিম্মি করে তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করাসহ নানাভাবে হয়রানি করছে। এমন কি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে তর্কবিতর্ক শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।
অনেক যাত্রী অভিযোগ করেন, রুপাতলী থেকে লঞ্চঘাট ভাড়া ১৫ টাকা তার পরিবর্তে ভাড়া নিচ্ছে ২০ টাকা। আবার কেউ নিচ্ছে ২৫ টাকা। নথুল্লাবাদ থেকে রুপাতলী ভাড়া ১৫ টাকার পরিবর্তে নিচ্ছে ২০ টাকা।
ঢাকা থেকে আসা এক যাত্রী আশ্রাফ আলী জানান, আমি লাঞ্চ থেকে নেমে অটোতে উঠি রুপাতলী য়াওয়ার উদ্দেশে তখন অটোচালক বলেন ভাই ভাড়া দিতে হবে ১২০ টাকা। গেলে যান নাইলে নামেন। এসময় আশ্রাফ বলেন, এটা কি মগের মূল্লুক নাকি ২০ টাকার ভাড়া ১২০ টাকা চাইছেন। এক পর্যায়ে চালকের সাথে তার তর্কবিতর্ক হয়। এমন কি যাত্রী আর চালক হাতাহাতি ঘটনাও ঘটে। এক পর্যায় এক সংবাদ কর্মিকে দেখে থেমে যায়।
সূত্রে জানা গেছে, বরিশাল শহরে বিগত কয়েক বছর ধরে লাইসেন্স বিহীন এ অবৈধ হলুদ আটোরিকশা চালাচল করে আসছে। এমন কি বরিশাল নগরীর অলিগলিতে চষে বেড়াচ্ছে অবৈধ হলুদ অটোরিকশা, মাহিন্দ্রা, সিএনজিসহ ছোট যানবাহনগুলো। বরিশাল শহরে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার ভয়ংকর রুপ দেখা দিতে পারে এই অবৈধ ছোট যানগুলোর কারনে। এতে সাধারণ মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হিমশিম খাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল শহরে হলুদ আটোরিকশা বানানোর ওয়ার্কশপ রয়েছে কয়েকশ’। প্রতিটা ওয়ার্কশপে প্রচুর পরিমাণ হলুদ অটোরিকশা বানানোর কাজ চলছে। এতে নগরীতে বাড়তে পারে আরো কয়েক হাজার হলুদ অটোরিকসা। যার কারনে বাড়বে আরো যানজট আর চলাফেরার ভোগান্তিতে পরতে হবে সাধারণ মানুষের। এসব অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বলছে, ‘সিটি করপোরেশন এসব অটোকে লাইসেন্সের আওতায় আনার কথা জানিয়েছে। এটা হয়ে গেলে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আর সহজ হবে।’