Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / আনসার উল্লাহ বাংলা টিমের ৩ সদস্যের যাবজ্জীবন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আনসার উল্লাহ বাংলা টিমের ৩ সদস্যের যাবজ্জীবন

November 22, 2022 06:54:06 AM  
আনসার উল্লাহ বাংলা টিমের ৩ সদস্যের যাবজ্জীবন

লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাটে অস্ত্র মামলায় আনসার উল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেকটি মামলায় ওই তিনজনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

 দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার নজরুল ইসলাম ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার রসূলগঞ্জ পোস্ট অফিস পাড়ার লুৎফুর রহমানের ছেলে মো. আসাদুজ্জামান, সোহাগপুর এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে মোখলেসুর রহমান ও উপজেলার মির্জারকোট এলাকার মজিবুর রহমান ছেলে তফিজুল ইসলাম। এদিকে ঢাকায় দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ওই চারজনকে আদালতে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গনসহ আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে বিশেষ অভিযান চালিয়ে পাটগ্রাম পোস্ট অফিস এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, দুটি শুটারগান, শুটারগানের দুটি গুলি, কয়েকটি মোবাইল ও ৬০টি জিহাদি বই উদ্ধার করা হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন বলেন, এরা সবাই আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। চারজন আসামির বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।