Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে বেরন তেতুলতলা রাস্তার উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে বেরন তেতুলতলা রাস্তার উদ্বোধন

April 05, 2023 02:16:09 AM   দেশজুড়ে ডেস্ক
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে বেরন তেতুলতলা রাস্তার উদ্বোধন

আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে বেরন তেতুলতলা রাস্তার উন্নয়নের কাজের উদ্বোধন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ সুমন ভূইয়া। মঙ্গলবার বেলা ২টায় এ রাস্তার উন্নায়ন কাজের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আশুলিয়া শ্রমিক লিগের যুগ্ম আহবায়ক সানাউল্লাহ সানি ভুইঁয়া এলাকার গন্যমান্য ব্যক্তি সহ স্থানিয় বাসিন্দারা। এলাকাবাসি জানায়, রাস্তাটা বড়ো বড়ো খানাখন্দের কারণে যাতায়াতে কোনো ব্যবস্থা ছিলো না পানি কদায় মানুষের চলাচলের কোনো অবস্থা ছিলো না আজকে  রাস্তার উন্নয়ন করে উদ্বোধন করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান শামিম আহমেদ সুমন ভূইয়া। সামনে বর্ষামৌসুমের জন্য এলাকাবাসি আতঙ্ক দিন কাটাচ্ছে কারণ একটু বৃষ্টি হলে মানুষের চলাচলের কোনো অবস্থা থাকেনা। কলকারখানা বর্জেপানি যেহেতু শ্রমিক অধ্যুষিত এলাকা এইখানে প্রায় আট লাখ শ্রমিকের বসবাস করেন এখানে এই গণবসতিপূর্ণ এলাকায় পানি নিসকাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামনের দিনগুলোতে আরো দূর অবস্থা হবে। এলাকায় পানি যাওয়ার ব্যবস্থা না করলে দুর্ভোগ কমবে না। তবে উন্নয়ন কাজ হওয়ায় এলাকায় বাসিন্দারা আনন্দিত।