
আশুলিয়া সংবাদদাতা:
আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। বুধবার আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি চাইনিজ কর্নারে এ সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি আশুলিয়ার ব্যবসায়ী মো. দেলোয়ার মীরের মালিকানাধীন একটি ফ্যাক্টরির শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের নিকট থেকে চাঁদা উত্তোলন সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কয়েকজন শ্রমিক নেতা। এরই প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন মীর বলেন, শ্রমিক নেতা সারোয়ার হোসেনের সাথে আমার কোনো শক্রতা নাই। তিনি কেন আমার বিরুদ্ধে অসম্মানজনক ভাবে খারাপ ভাষা ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন তা আমি জানিনা। তবে তিনি আমার বিরুদ্ধে শাস্তি দাবি জানিয়েছেন আমার অপরাধটা কি তা প্রমাণ করতে ব্যর্থ হলে আমি আইনগত ব্যবস্থা নিবো। তিনি আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকগণ তদন্ত করে দেখেন আসল চাঁদাবাজ ও ছিনতাইকারী কারা?। এছাড়াও তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আশুলিয়া থানার এসআই সুব্রত রায় বলেন, আশুলিয়া থানায় শ্রমিক নেতা সারোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও জিডি দায়ের করেছেন পোশাক শ্রমিক ভুক্তভোগীগণ। সারোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করায় তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।
এদিকে জানা গেছে, মীড় বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক সুমন মিয়া (২৪) সহ আরও বেশ কয়েকজন পোশাক শ্রমিক শ্রমিক নেতা সারোয়ার হোসেনের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। সারোয়ার হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক অভিযোগ হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অভিযোগের ব্যাপারে শ্রমিক নেতা সরোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।