
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের দারুস সালাম জামে মসজিদ এবং প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদে একই রাতে তালা ভেঙে দানবাক্সের টাকা ও মাইকের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে ১০ নভেম্বর, রবিবার। ফজরের নামাজের আজান দিতে দারুস সালাম জামে মসজিদে যান খাদেম মো. রিপন ইসলাম (১৭)। সেখানে গিয়ে তিনি দেখতে পান মসজিদের প্রবেশ গেটের তালা কেটে দানবাক্সের তালা ভেঙে চোরেরা টাকা ও মাইকের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। ঘটনা জানালে মসজিদ কমিটির সদস্য এবং গ্রামবাসী হতবাক হয়ে যান। একইভাবে, বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজে এসে দেখেন, সেখানে দুটি আইপিএস ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি হয়ে গেছে।
ধলাগাছ গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে রফিকুল (২৭) জানান, এলাকায় মাদকাসক্ত যুবকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই চুরির সঙ্গে তারাই জড়িত থাকতে পারে। দুই মসজিদের মুসল্লিরা সকাল সাড়ে সাতটায় সৈয়দপুর থানায় গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসেন। তবে রাতেই আবার থানায় যাওয়ার পরিকল্পনা করেছেন। চার গ্রামের মুসল্লিরা মিলে শনিবার রাতে এ নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। দুই মসজিদ কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকার সচেতন ও ভুক্তভোগী মানুষ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আকতার জানান, ছিনতাই, চুরি ও মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। চুরির এই ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।