Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / একনেকে ছাগলনাইয়া-শুভপুর সড়ক প্রশস্তকরণ ও শুভপুর সেতু নির্মাণ অনুমোদন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

একনেকে ছাগলনাইয়া-শুভপুর সড়ক প্রশস্তকরণ ও শুভপুর সেতু নির্মাণ অনুমোদন

September 12, 2023 05:35:34 PM   জেলা প্রতিনিধি
একনেকে ছাগলনাইয়া-শুভপুর সড়ক প্রশস্তকরণ ও শুভপুর সেতু নির্মাণ অনুমোদন

ফেনী প্রতিনিধি:
ফেনী ছাগলনাইয়া-করেরহাট সড়ক (ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক)  প্রশস্তকরণ ও ফেনী নদীর উপর শুভপুর সেতু নির্মাণ” প্রকল্প একনেকে অনুমোদন করেছে একনেক চেয়্যারপারসন  শেখ হাসিনা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এদিন একনেকে নতুন ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে ব্যয় হবে ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।