
কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালিত হয়েছে। ২৬ মার্চ রোববার দিবসের প্রহরে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, অধ্যক্ষ ফারুক আজম, বীর মুক্তিযোদ্ধা তরণী কান্ত, সহকারি অধ্যাপক আবু আশেক সিদ্দিক পরাগ, সহকারি অধ্যাপক আব্দুল জলিল, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, প্রভাষক আবু আহসান সিদ্দিক পল্লব, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আকবর হালিমসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে দোয়া করা হয়।