Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় অষ্টম বার্থডে ওপেন ব্রিজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় অষ্টম বার্থডে ওপেন ব্রিজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

May 03, 2025 07:45:28 PM   অনলাইন ডেস্ক
কাউনিয়ায় অষ্টম বার্থডে ওপেন ব্রিজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘মাদকমুক্ত সমাজ গড়ি, ক্রীড়ায় সুস্থ জীবন গড়ি’ এই স্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীরহাটে অনুষ্ঠিত হলো অষ্টম বার্থডে ওপেন ব্রিজ প্রতিযোগিতার ফাইনাল খেলা।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত মিলন সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। শুক্রবার গাজীরহাট মিলন সংঘে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পলাশ-মাসুদ গ্রুপ, সফিকুল-অশোক গ্রুপকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলন সংঘের সভাপতি মোস্তাফিজার রহমান। প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাব ঢাকা’র সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার মোসাব্বের হোসেন, রংপুর শাখার সাধারণ সম্পাদক মো. রাকিবুজ্জামান রাকিব, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম তাজু, সাংস্কৃতিক সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী লিটন, ঢাকা শাখার কোষাধ্যক্ষ সামসুজ্জামান ইউসুফ, লালমনিরহাট শাখার সভাপতি আব্দুল হাকিম, রংপুর শাখার সদস্য শফিকুল ইসলাম মিঠু এবং স্থানীয় ব্যবসায়ী মোয়াজ্জেম কিনতু প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে প্রাইজমানি ও ক্রেস্ট তুলে দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন সংঘের সাধারণ সম্পাদক মলিন চন্দ্র।

প্রতিযোগিতাটি স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নবউদ্যমে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকা তুলে ধরে।