
কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯শ জন চাষির মধ্যে পাট ও ধান বীজসহ রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইশরাক আলী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া মন্ডল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহাফুজ আলম, মো. আনোয়ার হোসেন, মো. রিয়াজুল হক প্রমূখ। বিনামূল্যে ৩ হাজার চাষিকে ৫ কেজি রোপা আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৯শ চাষির মাঝে ১ কেজি করে তোষা পাট বীজ দেওয়া হয়।