Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

March 29, 2023 01:51:58 AM   দেশজুড়ে ডেস্ক
কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়ায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি বাসস্টেশন সংলগ্ন এলাকায় ওই গ্রামের কবির হোসেনের ছেলে সম্রাট কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ভেকু মালিক শরিফকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন, কচুয়া থানার এসআই আলাল সহ আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যবৃন্দ।