
ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুর কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাটওয়ারী বাড়ির বজ্রপাতে নিহত হারুনুর রশিদ পাটওয়ারী (৫৫) জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) বাদ জুমা গোবিন্দপুর জামে মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান সহিদ উল্যাহ, ইউপি সদস্য সহিদ কাজীসহ এলাকার উল্লেখজনক মুসল্লীবৃন্দ।
হারুনুর রশিদ বৃহস্পতিবার তারাবি নামাজ শেষে বাড়িত আসার পর আবহাওয়ার অবস্থা খারাপ দেখে গোয়াল ঘরের রেক্সিন টেনে দেয়ার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন। সাথে সাথে হারুনুর রশিদকে স্থানীয় রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বহু আত্মীয় স্বজন ও অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে আসে।