Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কোনাবাড়ী থানা পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কোনাবাড়ী থানা পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি

March 31, 2023 02:24:22 AM   দেশজুড়ে ডেস্ক
কোনাবাড়ী থানা পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের ব্যস্ততম থানার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোনাবাড়ী থানা। শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই থানা। ফলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের প্রবণতাও বেশি। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কোনাবাড়ী থানাকে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ থেকে মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে কোনাবাড়ী থানা পুলিশ।

কোনাবাড়ী থানা পুলিশের তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই। গভীর রাতে থানাপুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল দিতে দেখা যায় স্বয়ং ওসিকে। জনসাধারণ স্বস্তি নিয়ে রাস্তায় চলাচলের জন্য কোনাবাড়ী থানা এলাকা এখন ফুটপাত মুক্ত। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে প্রতিদিনই পুলিশি অভিযান পরিচালিত হচ্ছে এ থানায়। অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের কৌশলী ভূমিকার কারণে ভেঙ্গে পড়েছে অপরাধীচক্রের নেটওয়ার্ক, নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে.এম. আশরাফ উদ্দিন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার মধ্যে কোনাবাড়ী থানাটি বেশি জনবহুল। ফলে একদিকে অপরাধপ্রবণতা যেমন বেশি, অন্যদিকে সড়ক ও ফুটপাতের বিশৃঙ্খলা সহ অন্যান্য সমস্যাগুলোও বেশি। তিনি জানান, শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় কোনাবাড়ী থানায় স্থানীয় লোকের তুলনায় জীবিকার তাগিদে বহিরাগতদের বসবাসই বেশি। এখানকার কারখানা ও গার্মেন্টসে বিভিন্ন জেলার লোকজন কাজ করে। ফলে প্রেম ঘটিত ও পারিবারিক কলহ সহ আত্মহত্যা জনিত অপরাধ প্রবণতা বেশি। এই বিষয় নিয়ে বিভিন্ন কারখানা এবং গার্মেন্টসগুলোতে নিয়মিত কর্মীদের সাথে কাউন্সিলিং করা হয়। তাছাড়া বিভিন্ন এলাকায় জুট ব্যবসায়ীদের গোডাউনে আগুন লাগার প্রবণতাও দেখা দেয়। এটা কিভাবে কমিয়ে আনা যায়, সে ব্যাপারে কাজ করে যাচ্ছে থানা পুলিশ।

গত অক্টোবর মাসে গাজীপুর মেট্রোপলিটনের  কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ হিসেবে নিযুক্ত হন কে.এম. আশরাফ উদ্দিন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় যতটা কঠোর ও বিচক্ষণ, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই সহজ-সরল মনের অধিকারী ওসি আশরাফ উদ্দিন। থানায় আগত যে কোন সেবাগ্রহীতা খুব সহজেই ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন তার সাথে, জানাতে পারেন নিজের অভিযোগের কথা। যে কারণে এরই মধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। অপরাধকে শুন্যের কোঠায় নামিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের পরামর্শ ও সহযোগিতা চান ওসি কে.এম. আশরাফ উদ্দিন।