Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কালীগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালীগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

March 14, 2023 10:38:01 PM   দেশজুড়ে ডেস্ক
কালীগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, পিএলসি'র নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও মিটার পাঠক (পিচরেট) এর বিরুদ্ধে মিটার না দেখে অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও গ্রাহক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারন জনগন।

মঙ্গলবার(১৪) মার্চ দুপুর ১২টার দিকে নির্বাহী প্রকৌশলীর দপ্তর কালীগঞ্জ কার্যালয়ের সামনে শতাধিক ভুক্তভোগী গ্রাহকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে করতে তারা সর্বস্বান্ত। আগের তুলনায় এখন কয়েকগুণ বেশি বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা বলেন, আগামী মাস থেকে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাসের পর মাস ধরে অস্বাভাবিক বিল আসছেই। সময়মতো বিল পরিশোধ না করলে বিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ বিচ্ছিন্ন করছেন। বিচ্ছিন্ন সংযোগ পুনরায় নিতে গেলে ভুতুড়ে বিল পরিশোধের পাশাপাশি সংযোগ নিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে মিটারের রিডিং দেখে বিল দেওয়ার নিয়ম থাকলেও প্রতি মাসে অফিসে বসে অনুমাননির্ভর ভুতুড়ে বিল তৈরি করে গ্রাহকদের কাছে বিলি করেন। এতে অতিরিক্ত বিলের বোঝা মাথায় নিয়ে বিদুৎ অফিসসহ বিভিন্ন জায়গা ধরনা দিচ্ছেন সাধারণ গ্রাহকরা। অনেক সময় অফিসের লোকজনের সঙ্গে ভুতুড়ে বিলকে কেন্দ্র করে গ্রাহকরা জড়িয়ে পড়ছেন বাগবিতণ্ডায়। দীর্ঘদিন থেকে এ সমস্যা চলতে থাকায় গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।