
যশোরের কেশবপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে থানা ও পৌর শ্রমিক দল। বৃহস্পতিবার (১ মে) বিকালে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, শ্রমিকদল নেতা বজলুর রহমান, আল আমিন, আলম হোসেন, মিজানুর রহমান, তাইজুল ইসলাম, আখতার হোসেন, আশরাফ আলীসহ বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় যে আন্দোলন ১৮৮৬ সালে শিকাগো শহর থেকে শুরু হয়েছিল, সেই চেতনা আজও প্রাসঙ্গিক। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে শ্রমজীবী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।” আলোচনা শেষে দেশ ও শ্রমজীবী মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।