Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাশিমপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ০১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাশিমপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ০১

April 02, 2023 07:02:50 PM   দেশজুড়ে ডেস্ক
কাশিমপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ০১

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর কাশিমপুর থানা পুলিশের অভিযানে অবৈধ বিদেশী পিস্তল, চাইনিজ কুড়াল ও মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একজন গ্রেফতার। গতকাল বিকেলে মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় অবস্থিত আসামীর বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জাহিদুর ইসলাম(৩০) গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে।অভিযানকালে গ্রেফতারকৃতের কাছ থেকে একটি লোহার তৈরি বিদেশী পিস্তল ও পিস্তলের সাথে যুক্ত একটি ম্যাগাজিন যা লম্বা ৩.৭ ইঞ্চি, একটি লোহা ও স্টিলের তৈরী চাইনিজ কুড়াল ও ছয় বোতল ফেন্সিডিল।

 মাদক সংক্রান্ত বিষয়ে আরেক ব্যাক্তি পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। পলাতক আসামী মোঃ আজিজ মোল্লা একই থানার বারেন্ডা দক্ষিণপাড়া এলাকার লাবিব মোল্লার ছেলে। পলাতক ব্যাক্তি ফেন্সিডিল বিক্রাতে বলে জানায় পুলিশ। 

দুপুরে গাজীপুর মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জিএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজওয়ান আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃতের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল, চাইনিজ কুড়াল ও মাদকদ্রব্য উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ। তিনি আরো জানান, অস্ত্রের বিষয়ে পুলিশকে সে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। মাদকদ্রব্যের বিষয়ে আসামী জানায়, পলাতক আজিজুল মোল্লার কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য সে ক্রয় করে। 

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফীউল করিম জানান, এসংক্রান্ত বিষয়ে অবৈধ  অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদকবিক্রেতাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।