Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাশিমপুরে ৪৪টি মামলার দুর্ধর্ষ ৬ ডাকাত গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাশিমপুরে ৪৪টি মামলার দুর্ধর্ষ ৬ ডাকাত গ্রেফতার

June 27, 2024 02:33:58 PM   জেলা প্রতিনিধি
কাশিমপুরে ৪৪টি মামলার দুর্ধর্ষ ৬ ডাকাত গ্রেফতার

আশিকুর রহমান, গাজীপুর:
বাগানের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ছয় সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বুধবার (২৬ জুন) রাতে গাজীপুর মহানগরের ২নং ওয়ার্ডের তেতুইবাড়ি এলাকার একটি বাগানের ভিতরে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ওই ছয় ডাকাত সদস্যদের গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৪৪টি মামলা রয়েছে বলে জানায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহান।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন, খুলনা জেলার রূপসা থানার রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজী (৩০),  ফরিদপুর জেলার ভাঙ্গা থানার শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪২), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সোহেল রানা (৩৬), খুলনা জেলার লবণচড়া থানার কাউসার ইসলাম (৩৫), খুলনা জেলার লবণচড়া থানার বাপ্পি শেখ (৩০), খুলনা জেলার হিরো হাওলাদার (৩০)।

অফিসার ইনচার্জ(ওসি) সারোয়ার জাহান আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই স্থান থেকে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয় এবং ছয় ডাকাতকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর ডাকাত সদস্যদের কাছ থেকে দুটি স্টিলের চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি লোহা কাটারসহ ডাকাতির অন্যন্যা সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য রুবেল ফরাজী ওরফে রিফাত ফরাজির বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মামলা, শহিদুল ইসলাম ওরফে শহীদের বিরুদ্ধে ১০টি মামলা, সোহেল রানার বিরুদ্ধে ১০টি মামলা, কাউসার ইসলাম ওরফে আলি ওরফে বীরু আলী ওরফে আলী ভাই এর বিরুদ্ধে ২টি মামলা এবং বাপ্পি শেখ ও হিরো হাওলাদারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের  ১৮৬০ সালের পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সারোয়ার জাহান।