Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

December 16, 2024 01:24:48 PM   অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে সিএনজিসহ দুটি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। ভৈরবের জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান ওভারটেক করার চেষ্টা করলে আরেকটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে সিএনজির চালক শাহিনসহ পাঁচজন ঘটনাস্থলে প্রাণ হারান।

নিহতদের মধ্যে সিএনজি চালক শাহিন ও যাত্রী রাজনের পরিচয় পাওয়া গেছে। তারা রায়পুরা উপজেলার পিরিজকান্দি এলাকার বাসিন্দা। বাকি তিন নারীর পরিচয় এখনও জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, তবে বাকি তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।