
কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:
কিশোরগঞ্জের খরমপট্টি এলাকায় অবস্থিত অ্যাসপাইরেশন স্কুল এন্ড কলেজের শ্রেণি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ আসর প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসপাইরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. এস.এম. শামসুর রহমান। বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহিউদ্দিন, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ওসমান গনি, আব্দুল মান্নান, মাহফুজুর রহমান এবং মোস্তফা হাসান।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কবির আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব, ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং সামাজিক উন্নয়নে এই প্রতিষ্ঠানটির সম্ভাব্য অবদান নিয়ে আলোচনা করেন।