Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ২

January 13, 2025 12:48:44 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ২

কিশোরগঞ্জ সদর সংবাদদাতা:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন সবুজ মিয়া (৪৫) ও তার স্ত্রী।

এলাকাবাসী জানায়, জমি নিয়ে এই বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল এবং এর সমাধানের জন্য স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানশ্রী গ্রামের মো. সবুজ মিয়া, পেশায় কৃষক ও দিনমজুর এবং তার প্রতিবেশী প্রভাবশালী ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া (৫০)-এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

জানা যায়, শাহজাহান মিয়া মোটরবাইক শোরুমের মালিক এবং আর্থিকভাবে বেশ সচ্ছল। বিরোধের সূত্রপাত ১৯৯৪ সালে, যখন শাহজাহান মিয়া সবুজ মিয়ার ভাই মেনু মিয়ার কাছ থেকে ১ শতাংশ এবং পরের বছর চাচা সুরুজ মিয়ার কাছ থেকে ৭.৫ শতাংশ জমি ক্রয় করেন।

অভিযোগ উঠেছে, শাহজাহান তার প্রভাব খাটিয়ে ১৫ শতাংশ জমি দখল করে রেখেছেন। এরই জের ধরে দীর্ঘদিন ধরে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো। বিষয়টি নিয়ে গত শনিবার (১১ জানুয়ারি) উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সংঘর্ষ বাধে। সংঘর্ষে শাহজাহান মিয়া ও তার সহযোগীদের লাঠির আঘাতে সবুজ মিয়া এবং তার স্ত্রী গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে করিমগঞ্জ মডেল থানায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সবুজ মিয়া।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।