Date: October 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় লালন মেলায় মাদক বিক্রির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক বিক্রির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

October 15, 2025 05:58:23 PM   অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় লালন মেলায় মাদক বিক্রির সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে লালন মেলায় মাদক বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজু আহমেদ (৩৫)। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ির মেলা প্রাঙ্গণে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজু আহমেদ অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকা পোস্ট’ ও ‘বাংলা এডিশন’-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আহত সাংবাদিক রাজু আহমেদ অভিযোগ করে বলেন, "লালন মেলায় প্রকাশ্যে শত শত গাঁজার দোকান বসেছে, যেখানে অবাধে মাদক বিক্রি ও সেবন চলছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহকালে মাদক সিন্ডিকেটের লোকজন পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে।"

তিনি আরও জানান, "সোমবারই জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে একটি সভায় আমি মাদক ব্যবসার কারণে লালন মেলার নিরাপত্তা ঝুঁকি এবং গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয়টি তুলে ধরেছিলাম। এর একদিন পরই আমার ওপর এই হামলা হলো।"

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু আহমেদ তথ্য ও ভিডিও সংগ্রহ করার সময় মঞ্চের পাশে একদল লোক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা বলেন, "পুরো মেলা প্রাঙ্গণ এখন মাদক কারবারিদের দখলে। তাদের কারণে এখানে একটি অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়েছে, অথচ প্রশাসন নির্বিকার।"

এ ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, "সাংবাদিক রাজুর ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, "আহত সাংবাদিক রাজু আহমেদ হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।"

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, "বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, "সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।