Date: May 04, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় আ. লীগ নেত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় আ. লীগ নেত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

May 03, 2025 07:43:53 PM   উপজেলা প্রতিনিধি
গাইবান্ধায় আ. লীগ নেত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

গাইবান্ধা সদর সংবাদদাতা:
একটির পর একটি মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামের এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা কাইয়ারহাট গ্রামের শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ। এ সময় তারা মামলাবাজ ওই নারীর হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রোকেয়া বেগম বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা ফ্যাসিবাদী প্রভাব খাটিয়ে শুধু গ্রামবাসীকেই নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ফুলছড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্যা ধর্ষণ মামলায় জড়িয়েছেন। পরে এসব মামলা টাকার বিনিময়ে প্রত্যাহার করে নেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত বলেন, রওশন আরা অন্যের জমি নিজের দাবি করে আদালতে নিজে বাদী হয়ে এবং সন্তানদের সাক্ষী বানিয়ে মিথ্যা মামলা করেন। মামলার চাপে পড়ে প্রতিপক্ষকে টাকার বিনিময়ে আপস করতে বাধ্য করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাছলিমা বেগম বলেন, রওশন আরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা ও নানা অসামাজিক কার্যকলাপে যুক্ত ছিলেন। তিনি তার বিরুদ্ধে দায়ের করা শতাধিক মিথ্যা মামলার প্রত্যাহার এবং অভিযুক্ত রওশন আরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত রওশন আরার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।