
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নেমে মোশারফ হোসেন (১৪) নামের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুটিপাড়ার গোডারহাটের লেক পার্কের সুইচগেট স্থানের নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তি। নিহত মোশারফ হোসেন গোডারহাট গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মোশারফসহ পাঁচ বন্ধু ঘাঘট নদীতে গোসল করতে যায়। এসময় সবাই নদীতে লাফ দিলে মোশরাফ নিখোঁজ হয়। পরে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর ফায়ার সার্ভিসের দল খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। এরই মধ্যে স্থানীয় অনিল চন্দ্র নামের এক ব্যক্তি পানিতে নেমে অনুসন্ধানের একপর্যায়ে মোশারফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ওই স্থানে পানিতে ডুবে মোশরাফ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।