Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাছায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে যুবকে কুপিয়ে জখম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাছায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে যুবকে কুপিয়ে জখম

August 03, 2024 10:43:44 PM   জেলা প্রতিনিধি
গাছায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে যুবকে কুপিয়ে জখম

গাজীপুর প্রতিনিধি:
ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।  শনিবার বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানাধীন সরিফপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত মোঃ মৃধুল খান(২৮) সরিফপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।  তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।

হামলাকারীরা হলেন, সরিফপুর এলাকার ইসহাক খানের ছেলে ইমরান খান (২৮) ও তার দুই সহোদর ইমন খান(২২), এসহাক খান(৪৬)।

আহত মৃধুল খান জানান, ইন্টারনেট সংযোগকালে একই এলাকার ইমরান খান, ইমন খান এবং এসাহাক খান তার উপর অতর্কিত হামলা চালায়।  এসময় হামলাকারীরা চাপাতি দিয়ে তার হাতের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। আহত মৃধুল আরো জানান, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে তিনি এ হামলার শিকার হয়েছেন। দীর্ঘদিন যাবত অত্র এলাকায় ইন্টারনেট সেবা দিয়ে আসছেন তিনি। হামলাকারীরা আগে থেকেই তার এ ব্যবসায় বাঁধা সৃষ্টি এমনকি অত্র এলাকা থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার জন্য তাকে হুমকি-দামকি দিয়ে আসছিলেন।

এলাকাবাসী জানায়, ঘটনাস্থল থেকে রক্তাক্ত আহত অবস্থায় মৃধুলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মূলত ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করেই মৃধুলের উপর এ হামলা চালানো হয়েছে। এলাকাবাসী আরো জানায়, হামলাকারীদের মধ্যে ইমরান খান মাদক ব্যবসার সাথে জড়িত, তার নামে মাদকের মামলা রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, এ হামলার ঘটনায় আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন তারা।