Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে আন্তঃজেলা পিকআপ চোরচক্রের মূলহোতাসহ আটক ৯ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে আন্তঃজেলা পিকআপ চোরচক্রের মূলহোতাসহ আটক ৯

September 12, 2023 05:29:58 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে আন্তঃজেলা পিকআপ চোরচক্রের মূলহোতাসহ আটক ৯

আশিকুর রহমান:
গাজীপুর মেট্রো পলিটন পুলিশের বাসন থানার অভিযানে সংঘবদ্ধ আন্তঃজেলা পিকআপ চোর চক্রের মূলহোতাসহ চক্রের ০৯ সদস্য গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাই ০৪টি পিকআপ উদ্ধার করে জিএমপি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা মোঃ ইয়াসিন (১৯), মোঃ রমজান (৩০), মোঃ নাহিদ (২৩), সদর থানার  মোঃ বেলাল খা (৪০), শ্রীপুর থানার মোঃ ইলিয়াস (২৭), আব্দুল আলিম (৩০), ঢাকার দোহার থানা  কাশেম বেপারী (৩৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাবুল মিয়া (৪০) ও নোয়াখালী সদর উপজেলার আবু বকর সিদ্দিক (৫২)।

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব শামছুর রহমান জানান, গত ০৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বাসন থানাধীন ভোগড়া সাকিনস্থ চট্টগ্রামগামী রোডস্থস্কয়ার ফ্যাক্টরীর সামনে থেকে একটি পিকআপ ‍চুরির মামলা হয়। মামলার প্রেক্ষিতে সহকারি পুলিশ কমিশনার (সদর-জোন) ফাহিম আসজাদ ও বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিকের নেতৃত্বে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ রোকন মিয়া, ইব্রাহিম মিয়া, নুরে আলম সিদ্দিকীসহ একাধিক টিম গঠন করে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে গাজীপুর জেলাধীন শ্রীপুর থানা এলাকা হতে আসামী ইয়াসিন এবং ইলিয়াসকে ০১টি পিকআপসহ গ্রেফতার করে আদালতে সোর্পদ করে পুলিশ। পরে এক দিনের পুলিশ রিমান্ডে তারা জানায়, তারা আন্তঃজেলা গাড়ী চুরি চক্রের সক্রিয় সদস্য এবং তাদের দখলে আরো চোরাই পিকআপ গাড়ী রয়েছে। আসামীদের দেয়া তথ্য অনুসারে আসামীদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে আসামী নাহিদ ও রমজানকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে জিএমপি সদর থানাধীন সালনা এলাকার কাশেম বেপারীর গ্যারেজ হইতে একটি পিকআপ গাড়ী উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদেরকে নিয়া গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানা এলাকা হইতে আসামী মোঃ বেলাল খাঁ ও আব্দুল আলিম এর নিকট হইতে একটি চোরাই পিকআপ গাড়ী এবং ময়মসিংহ জেলাধীন ফুলবাড়িয়া থানা এলাকা হইতে আসামী মোঃ বাবুল মিয়া এবং আবুবকর সিদ্দিক এর নিকট হতে একটি চোরাই পিকআপ গাড়ীসহ মোট ৪টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।