Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে একশো কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে একশো কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

September 26, 2023 06:56:41 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে একশো কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

আশিকুর রহমান:
গাজীপুরে একশো কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। আজ (মঙ্গলবার) সকালে গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখী চেরাগ আলী এলাকা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। এসময় ১টি ট্রাক, ৩টি মোবাইল ও নগদ দুই হাজার পাঁচশো টাকা উদ্ধার করে র‍্যাব। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার দামকুড়া থানার হরিপুর গ্রামের আঃ হালিমের ছেলে মোঃ হৃদয় আলী(২৩), একই জেলার চন্দ্রিমা থানার বড় মেহেরচন্দ্রী গ্রামের মোঃ বাক্কার আলীর ছেলে মোঃ ফারুক মিয়া(২৫) ও একই জেলার পাবা থানার বড় আমগাছি গ্রামের হাসান আলীর ছেলে মোঃ সবুজ আলী(২০)। 

মঙ্গলবার বিকেলে র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পোড়াবাড়ী কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএম(সেবা) জানান, মাদকের একটি বড় চালান ব্রাক্ষ্মনবাড়িয়া জেলা থেকে গাজীপুর হয়ে রাজশাহী জেলায় যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়া থানাধীন চারমুখী চেরাগ আলী এলাকার কালিগঞ্জ-কাপাসিয়া রোডে চেকপোস্ট বসিয়ে গাঁজাবাহী ট্রাকসহ তিন মাদক করবারিকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, মাদক কারবারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে, ট্রাকের ভিতরে ঢেউটিনের পরতে পরতে মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছিল। জিজ্ঞাসাবদে মাদক কারবারিরা র‍্যাবকে জানায়, তারা ব্রাক্ষ্মবাড়িয়া জেলা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি দামে বিক্রি করে আসছিলেন।