
আশিকুর রহমান, গাজীপুর:
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬০ লক্ষ টাকার অবৈধ বেতারযন্ত্র জব্দ করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ ও র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাস্প এর যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা থানার বিভিন্ন এলাকা থেকে ০২ টি ইনডোর রিপিটার বুস্টার, ৭৬ টি ছোট-বড় এ্যান্টেনা ৫২ টি সুইচ এবং ০৩ টি ইনডোর রিপিটার এ্যান্টেনা জব্দ করা হয়। র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিয়মিত অভিযান টিম এর সদস্য শাহাদাত হোসেন সহকারী পরিচালক (এসএম) এবং জনাব সরফুদ্দিন চৌধুরী, উপ-সহকারী পরিচালক (এসএম) এবং র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প গাজীপুর এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএম (সেবা), পদাতিক এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত।